প্রথম পাতা খবর শুভেন্দুর সঙ্গে বৈঠক সেরেই দিল্লি উড়ে যাচ্ছেন রাজ্যপাল

শুভেন্দুর সঙ্গে বৈঠক সেরেই দিল্লি উড়ে যাচ্ছেন রাজ্যপাল

382 views
A+A-
Reset

ডেস্ক: ফের দিল্লি যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। দু’দিনের সফরে রাজ্যপাল রাজধানী যাচ্ছেন বলেই খবর। এর মাঝে আবার দিল্লি সফর সেরে এসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ফের রাজ্যপালের দিল্লি সফরের খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে।

সূত্রের খবর আজ মঙ্গলবার বিকেলে বিমানেই দিল্লি যাচ্ছেন জাগদীপ ধনকার। আগামী দুদিন সেখানেই থাকবেন তিনি। এদিকে আজই রাজভবনে তার সঙ্গে দেখা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাওড়ার আমতায় বিজেপি বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ নিয়েই এদিন আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। আর তারপরই রাজ্যপালের এই দিল্লি সফরের খবর সামনে এসেছে।

আরও পড়ুন: রাজনীতিকে অপরাধমুক্ত করার পথে বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের


তৃণমূল এক নেতার কথায়, উনি তো ওদেরই লোক। ফলে যখন ইচ্ছা, যেখানে খুশি যেতে পারেন। তাতে তৃণমূলের কিছু যায় আসে না বলে দাবি ওই নেতার। শুধু তাই নয়, তাড় দাবি, ভোটে আগে ঘটে যাওয়া ঘটনাকে ভোত সন্ত্রাস বলে চালাচ্ছেন। বন্যাতে যে এত মানুষ খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তা নিয়ে কেন কেন্দ্রকে তিনি জানাচ্ছেন না? প্রশ্ন ওই তৃণমূল নেতার।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.