বিপ্লব দেবের ইস্তফার পর ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী হলেন ডা. মাণিক সাহা

বিপ্লব দেবের ইস্তফার পর ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী হলেন ডা. মাণিক সাহা। তিনি রাজ্যসভার সাংসদও। মানিক সাহা বর্তমানে ত্রিপুরার সভাপতি ও রাজ্যসভার সাংসদ।

তবে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার পরই ফের প্রকাশ্যে গেরুয়া শিবিরের গোষ্ঠীকোন্দল। ভাঙা হল চেয়ার টেবিল। কেন্দ্রীয় নেতৃত্বের সামনেই নতুন মুখ্যমন্ত্রীকে ধাক্কা দিলেন রাজ্যেরই এক মন্ত্রী। তবে সেই সব ক্ষোভ-বিক্ষোভকে উড়িয়ে নতুন পদে শপথ দিতে রাজভবনের উদ্দেশ্যে রওনা দিলেন মাণিক সাহা। উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাও মুখ্যমন্ত্রী হতে পারেন বলে জল্পনা শুরু হয়েছিল।  তালিকায় ছিলেন প্রতিমা ভৌমিকও। তবে সবাইকে পিছনে ফেলে মুখ্যমন্ত্রী হতে চলেছেন মানিক সাহা।

Related posts

শেষপর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, হাঁসফাঁস গরম থেকে মুক্তি মিলবে কবে

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, কী বলছেন অভিযোগকারী

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে তোলপাড় রাজ্য