দিঘার সৈকতেও নিষেধাজ্ঞা জারি, পর্যটকরাও ফিরছে বাড়ি তড়িঘড়ি

আজ সোমবার থেকেই কার্যকর করা শুরু হয়ে যাচ্ছে রাজ্য প্রশাসনের একগুচ্ছ নিষেধাজ্ঞা। যার মধ্যে রয়েছে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলোতেও নিষেধাজ্ঞার বিধি নিষেধ। আজ থেকেই তালা পড়বে পর্যটন কেন্দ্র গুলোতে। তাই রবিবার রাত থেকেই শুরু হয়ে গিয়েছে পর্যটন কেন্দ্রগুলো থেকে বাড়ি ফেরার হুড়োহুড়ি।

রাজ্য প্রশাসনের নিষেধাজ্ঞা জারির পর পরই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সিদ্ধান্ত গ্রহণ করে, এই পরিস্থিতিতে আপাতত বন্ধ রাখা হবে দিঘা , শংকরপুর, তাজপর, মন্দারমণি সহ সব পর্যটনস্থল।

স্বাভাবিকভাবেই ওই সব পর্যটন কেন্দ্রে উপস্থিত পর্যটকরাও তাড়াহুড়ো করে বাড়ি ফেরার জন্য হুড়োহুড়ি শুর করে।

প্রশাসনের এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই অত্যন্ত হতাশ পর্যটকদের একটা বড় অংশ। পাশাপাশি হতাশ পর্যটন কেন্দ্রগুলির ব্যবসায়ীরা। হতাশ হোটেল মালিকরাও।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?