দিঘার সৈকতেও নিষেধাজ্ঞা জারি, পর্যটকরাও ফিরছে বাড়ি তড়িঘড়ি

আজ সোমবার থেকেই কার্যকর করা শুরু হয়ে যাচ্ছে রাজ্য প্রশাসনের একগুচ্ছ নিষেধাজ্ঞা। যার মধ্যে রয়েছে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলোতেও নিষেধাজ্ঞার বিধি নিষেধ। আজ থেকেই তালা পড়বে পর্যটন কেন্দ্র গুলোতে। তাই রবিবার রাত থেকেই শুরু হয়ে গিয়েছে পর্যটন কেন্দ্রগুলো থেকে বাড়ি ফেরার হুড়োহুড়ি।

রাজ্য প্রশাসনের নিষেধাজ্ঞা জারির পর পরই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সিদ্ধান্ত গ্রহণ করে, এই পরিস্থিতিতে আপাতত বন্ধ রাখা হবে দিঘা , শংকরপুর, তাজপর, মন্দারমণি সহ সব পর্যটনস্থল।

স্বাভাবিকভাবেই ওই সব পর্যটন কেন্দ্রে উপস্থিত পর্যটকরাও তাড়াহুড়ো করে বাড়ি ফেরার জন্য হুড়োহুড়ি শুর করে।

প্রশাসনের এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই অত্যন্ত হতাশ পর্যটকদের একটা বড় অংশ। পাশাপাশি হতাশ পর্যটন কেন্দ্রগুলির ব্যবসায়ীরা। হতাশ হোটেল মালিকরাও।

Related posts

মুকুল রায়ের বাড়িতে অধীর চৌধুরী! কী এমন ঘটল?

মালদহে বজ্রপাতে মৃত অন্তত ১১, দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা

ফিরছে তাপপ্রবাহ, কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস