ওয়েবডেস্ক : বাজেট পেশ হওয়ার পরপরই ফের বাড়াল রান্নার গ্যাসের দাম। কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় বাড়ল ২৫ টাকা।
১৪.২ কেজি সিলিন্ডারের দাম ছিল ৭২০.৫০টাকা। দাম বাড়ার ফলে বৃহস্পতিবার থেকে তা হল ৭৪৫.৫০টাকা। এই নিয়ে গত দু’মাসের মধ্যে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম তিনবার বাড়ল।
অন্যদিকে ১৯.২ কেজির বাণিজিক গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় বেড়ে হল ১৫৯.৫০ টাকা। ৫ কেজি সিলিন্ডারের দাম বর্তমানে দাঁড়াল ২৭৫.৫০ কোটি টাকা।
একইসঙ্গে কলকাতায় রেকর্ড উচ্চতায় বাড়ল জ্বানানি তেলের দাম। পেট্রোলের দাম লিটারপ্রতি ৩২ পয়সা বেড়ে হল ৮৮.০১ টাকা। ডিজেলের দাম ৩৩ পয়সা বেড়ে হল ৮০.৪১ পয়সা।
করোনা পরিস্থিতিতে যখন জীবন চালাতে হাঁসফাস অবস্থা মধ্যবিত্তের, সেই সময় দিনের পর রান্নার গ্যাস ও জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় তাদের জীবনচর্চা যে আরও কঠিন হবে তা বলাই বাহুল্য।
আরও পড়ুন : আপাতত খুলছে না কলেজ-বিশ্ববিদ্যালয়, ক্লাস হবে অনলাইনেই