ওয়েবডেস্ক : শান্তনু ঠাকুরের মতো প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর কি বিজেপিতে যোগ দিচ্ছেন? সেই জল্পনা এখন ছড়িয়েছে রাজ্যের ভোট রাজনীতির আকাশে-বাতাসে। যে ভাবে তৃণমূল ছাড়ার হুজুগ শুরু উঠেছে তাতে কি নতুন নাম মমতাবালা ঠাকুর?
কিন্তু তিনি নিজে কী বলছেন? সত্যি কি তিনি পদ্ম শিবিরে নাম লেখাচ্ছেন? নাকি ঘাসফুলে থেকেই তাঁর রাজনৈতিক কাজ চলবে?
এক সাংবাদিক বৈঠক করে প্রাক্তন তৃণমূল সাংসদ দাবি করেন, রাজ্যের বাইরে থাকা মতুয়া মহাসংঘের সদস্যদের মাধ্যমে তাঁর কাছে বিজেপিতে যোগাদানের প্রস্তাব কয়েকবার এসেছিল। কিন্তু সব জল্পনায় জল ঢেলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বিজেপির পতাকা তিনি হাতে নিচ্ছেন না।
মমতাবালা ঠাকুর বলেন, দল থেকে তিনি যথেষ্ট সম্মান পেয়েছেন। তাঁর পরিচিতি শুধুমাত্র তৃণমূলের জন্য। তাই দল ছাড়ার কোনো প্রশ্নই নেই। বিজেপি মোটেই তাঁর পছন্দ নয়।
শোনা যচ্ছিল শান্তনু ঠাকুরও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন। সেই দাবিও পুরোপুরি উড়িয়ে দেননি মমতাবালা। তিনি বলেন, শান্তনু ঠাকুরের তৃণমূলে যোগ দেওয়া বা না দেওয়া দিয়ে কিছু যায় আসে না।
সাংবাদিক বৈঠকে তিনি সিএএ নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়া করে বলেন, সিএএ কার্যকর করার নামে মতুয়াদের অপমান করা হয়েছে।
সূত্র : সংবাদ প্রতিদিন