অতি সংকটজনক কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর

ফের একবার অতিসংকট জনক অবস্থায় কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। আপাতত গায়িকাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। কিছু দিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। গত মাসেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয় কিংবদন্তি গায়িকাকে। জানা যায় নিউমোনিয়া আক্রান্ত লতা।

শনিবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে গায়িকার বর্তমান অবস্থা নিয়ে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতির আবার অবনতি হয়েছে। আইসিইউ-তে রয়েছেন গায়িকা। তাঁকে আপাতত ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।”

শনিবার রাতে দিদিকে দেখতে হাসপাতালে পৌঁছন বোন আশা ভোঁসলে। হাসপাতালে ঢোকার মুখে আশা বলেন, ‘‘দিদির শারীরিক অবস্থার যাতে উন্নতি হয়, তার জন্য আপনারাও প্রার্থনা করুন।’’

শুক্রবার বিকেলে হাসপাতালের তরফে দেওয়া আরও একটি বিবৃতিতে জানানো হয়, ‘প্রবীণ গায়িকা বেশ কিছু থেরাপির মধ্য দিয়ে যাচ্ছেন। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তাঁকে নিরন্তর পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।’’

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন