Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
'অগ্নিপথ' প্রকল্প ঘিরে বিক্ষোভের আগুন দেশ জুড়ে, দাউদাউ করে জ্বলছে ট্রেন - NewsOnly24

‘অগ্নিপথ’ প্রকল্প ঘিরে বিক্ষোভের আগুন দেশ জুড়ে, দাউদাউ করে জ্বলছে ট্রেন

‘অগ্নিপথ’ প্রকল্প ঘিরে বিক্ষোভ চলছে গত তিন দিন ধরেই। ভাঙচুর, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলছিলই, এ বার বিহারে আস্ত ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হল। এদিনও বিহারের জায়গায় জায়গায় রেল, ট্রেন অবরোধ করেন তাঁরা। সকালে একটি ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়। খবর মিলেছে একাধিক স্টেশনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিক্ষোভের জেরে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।

এদিন মহিউদ্দিননগর স্টেশনে হাজিপর-বরাউনি লাইনে জম্মু-তাওয়াই এক্সপ্রেসের দু’টি কামরায় আগুন ধরিয়ে দেওয়া হয়। সমস্তিপুরে সম্পর্কক্রান্তি এক্সপ্রেসেও বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিয়েছে।

বিহারের (Bihar) বক্সারে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সেখানে একাধিক স্টেশনে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা সামনে এসেছে। পাটনাগামী জনশতাব্দি ট্রেন সেখানে ৩০ মিনিট আটকে রাখা হয়। এমন পরিস্থিতিতে এখনও পর্যন্ত বিহারে ৩৮টি ট্রেন বাতিল করা হয়েছে। সময় পিছিয়ে দেওয়া হয়েছে ৭২টি ট্রেনের, যার মধ্যে রয়েছে পাঁচটি এক্সপ্রেস ট্রেন. ২৯টি প্যাসেঞ্জার ট্রেন। ১১টি ট্রেন আপাতত বাতিল করা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে চালানো হবে বলে জানানো হয়েছে রেলের তরফে।

বিহারে মুঙ্গের গঙ্গা সেতু অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। পাটনা-ভাগলপুর হয়ে মুঙ্গের যাওয়ার রাস্তাটিকেও বন্ধ করে রাখা হয়েছে। ৩১ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ। সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে।
‘অগ্নিপথ’ প্রকল্পের আওতায় ভারতের সামরিক বাহিনীতে নিয়োগের হিংসাত্মক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে তেলাঙ্গানা, হরিয়ানার মতো রাজ্যে। প্রতিবাদের নামে ওই রাজ্যগুলিতে তাণ্ডব চলছে। জ্বালিয়ে দেওয়া হচ্ছে একের পর এক ট্রেন। চলছে ভাঙচুর। স্টেশন ছাড়ার মুখে শালিমারগামী ইস্ট-কোস্ট এক্সপ্রেসের একাধিক বগিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ট্রেন থেকে পার্সেল নামিয়ে তাতেও আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। তারইমধ্যে উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালিয়েছে পুলিশ।

আরও পড়ুন :

‘অগ্নিপথ’ নিয়োগ নিয়ে ক্ষোভের আঁচ বাংলাতেও, একাধিক স্টেশনে বিক্ষোভ, ব্যাহত ট্রেন পরিষেবা

একদিন হেলিপ্যাড সার্ভিসও করে দেব আমরা, লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শনীর উদ্বোধনে দক্ষিণেশ্বরে মুখ্যমন্ত্রী

বিধানসভায় রবীন্দ্র সঙ্গীত গাইলেন বাবুল সুপ্রিয়

অফিসের পার্টিতে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার এক মহিলা-সহ নির্যাতিতার ৩ সহকর্মী

৪ মাসে দেশে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ, এক ধাক্কায় বাড়ল প্রায় ৪০ শতাংশ

Related posts

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন: ১২ রাজ্যে ৫০ কোটি ভোটারের হাতে পৌঁছল এনুমারেশন ফর্ম, বাংলায় বিতরণ ৯৯.৬৪%

৬ ডিসেম্বর সংহতি দিবসকে সামনে রেখে ধর্মতলায় বৃহত্তর সমাবেশ করবে তৃণমূল, উপস্থিত থাকতে পারেন মমতা ও অভিষেক

বিহার নির্বাচনে ভরাডুবির দায় স্বীকার করলেন প্রশান্ত কিশোর, ২০ নভেম্বর পালন করবেন নীরব উপবাস