বিধানসভায় রবীন্দ্র সঙ্গীত গাইলেন বাবুল সুপ্রিয়

বিধানসভায় রবীন্দ্র সঙ্গীত গাইলেন বাবুল সুপ্রিয়। গানে গানেই বললেন নিজের মনে চাওয়ার কথা৷ বিধায়ক হয়ে বিধানসভায় ইতিমধ্যেই বেশ দৃষ্টি টেনেছেন তৃণমূলের বিধায়ক গায়ক রাজনৈতিক নেতা বাবুল সুপ্রিয়। তিনি বলতে উঠলে বিধানসভায় ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন বিজেপি (BJP) বিধায়করা। পাল্টা কটাক্ষ করলেন বালিগঞ্জের বিধায়ক।

এ দিন বিধানসভায় কৃষি বিল নিয়ে বলতে ওঠেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। সূত্রের খবর, বালিগঞ্জের বিধায়ক বলতে উঠলে, ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে থাকেন বিজেপি (BJP) বিধায়করা। পাল্টা কটাক্ষের সুরে বালিগঞ্জের বিধায়ক বলেন, “আমার বলা নিয়ে বিরোধীরাও এত উৎসাহিত, দেখে ভাল লাগছে”।

বাবুল অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের অনুরোধেই বৃহস্পতিবার বিধানসভায় গাইলেন ‘আমার মন বলে চাই চাই গো..’৷ বাবুলকে বিধানসভায় দেখে অন্যান্য বিধায়করা গানের অনুরোধ করেন৷ দৃশ্যতই কিছুটা অস্বস্তিতে পড়েন বাবুল৷ বিরোধীরা বিষয়টি নিয়ে অকারণে জল্পনা তৈরি করবে না তো? ছিল সেই অস্বস্তিও। সেই সময় খোদ অধ্যক্ষই আশ্বাস দেন বাবুলকে। অতীতের উদাহরণ তুলে বলেন, এমন আগেও দেখা গিয়েছে৷ সাক্ষী থেকেছে বিধানসভা৷ অদিতি মুন্সির মতো শিল্পীরা বিধানসভায় গান গেয়েছেন৷

আরও পড়ুন :

অফিসের পার্টিতে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার এক মহিলা-সহ নির্যাতিতার ৩ সহকর্মী

৪ মাসে দেশে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ, এক ধাক্কায় বাড়ল প্রায় ৪০ শতাংশ

দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রবেশ করবে বর্ষা, শহরে বৃষ্টির পূর্বাভাস

আগামী তিন মাস জাতীয় উদ্যান , অভয়ারণ্য ও সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশে নিষেধাজ্ঞা

মিড ডে মিল

Related posts

মমতা-অভিষেককে গাড়ির ধাক্কায় খুনের হুমকি দিয়ে পোস্টার, জোর চাঞ্চল্য

আজ ঝাড়গ্রাম ও ঘাটালে নির্বাচনী জনসভা, খড়্গপুরে রোড-শো মমতার

রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবি, রাজভবন ঘেরাও তৃণমূল শিক্ষা সেলের