রবিবার হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বন্ধ লোকাল ট্রেন

বেলানগর স্টেশনে কাজের জন্য আগামী রবিবার হাওড়া কর্ড লাইনে সব লোকাল বন্ধ। তবে পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার জন্য হাওড়া-বর্ধমান কর্ড লাইনে দুই জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। সেই ট্রেনে সাধারণ যাত্রীরাও উঠতে পারবেন বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

শুক্রবার পূর্বরেলের তরফ থেকে জানানো হয়েছে, বালির বেলানগর স্টেশনে ইন্টারলকিং সিস্টেমের কাজ রয়েছে। ইন্টারলকিং সিস্টেমের কাজের জন্য কর্ড লাইনে সব লোকাল বন্ধ থাকবে। শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত লোকাল ট্রেন বাতিল থাকবে।

ওই সকাল ৮টা ১০ মিনিট এবং সকাল ৯টা ১৫ মিনিটে বর্ধমান স্টেশন থেকে ছাড়বে বর্ধমান-হাওড়া স্পেশাল লোকাল ট্রেন। এর পর দুপুর ২টো ৪৫ মিনিট এবং দুপুর ৩টে ৩৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে হাওড়া-বর্ধমান স্পেশাল লোকাল ট্রেন।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে