শততম টেস্ট খেলার আগেই পথ কুকুরদের জন্য অ্যাম্বুলেন্স এর সূচনা ‘মানবিক’ কোহলির

মোহালিতে শততম টেস্ট খেলছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তার আগেই মানবিকতার পরিচয় দিলেন তিনি। বৃহস্পতিবার পথ কুকুরদের জন্য অ্যাম্বুলেন্সের সূচনা করলেন বিরাট।

নিজের সোশ্যাল মিডিয়ায় বিরাট এই নিয়ে এক ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় নিমেষের ভাইরাল হয়ে গিয়েছে।

বিরাটের শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, তাঁর ফাউন্ডেশনের পক্ষ থেকে পথ কুকুরদের জন্য একটি অ্যাম্বুলেন্সের সূচনা করা হল। বর্তমানে মুম্বাইের রাস্তার কুকুররা এই পরিষেবা পাবে। বিরাট কোহলি ফাউন্ডেশন ভিভাল্ডিস ও আওয়াজ স্ট্রে টিমসের সঙ্গে একত্রিত হয়ে এই পরিষেবা শুরু করেছে।

ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে বিরাট লেখেন, ‘অফিসে আরও একটা দিন। আমাদের শহরে ঘুরে বেড়ানো সারমেয়দের জন্য এটা একটা দারুণ উদ্যোগ। একসঙ্গে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে মুখিয়ে আছি’।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন