ওয়েবডেস্ক : বাংলা সফরে এসে অনুন্নয়নের অভিযোগ তুলে তৃণমূল সরকারকে আক্রমণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাকে মিথ্যা অভিযোগ বলে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
তিনি বলেন, গত দশ বছরে বাংলার জিডিপি বেড়েছে। অমিত শাহ বলছেন, পাটশিল্পের অবস্থা খারাপ, অথচ ৭কোটি পাটের ব্যাগ কেনার বরাত দেওয়া হয়েছে।
সৌগত রায় আরও বলেন, ‘‘পরিষেবা ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে ৭২ শতাংশ। ১ হাজার ১১৮ কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি হয়েছে। হাসপাতালে বেডের সংখ্যা বৃদ্ধি বাংলায় সবচেয়ে বেশি। নার্সের সংখ্যাও বেড়েছে ৫১ শতাংশ।
তিনি আরও তথ্য দিয়ে বলেন, ‘‘রাজ্যের একশ শতাংশ স্কুলেই বিদ্যুৎ রয়েছে। ৩০টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। কৃষকবন্ধু প্রকল্পে প্রতি একর বার্ষিক ৫ হাজার টাকা দেওয়া হয়ে থাকে।
নারী নির্যাতন ইস্যুতে বিজেপি-শাসিত রাজ্য উত্তরপ্রদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা টেনে এনে সৌগত রায় বলেন, ‘২০১৪-২০১৯ উত্তর প্রদেশে মহিলাদের ওপর অত্যাচার বেড়েছে। বাংলার নারী নির্যাতন ২১ শতাংশ কমেছে।’
তিনি বলেন, শিল্পখাতে গত দশ বছরে ৬০ শতাংশ বৃদ্ধি হয়েছে বাংলায়। শিল্পখাতে গত দশ বছরে ৬০ শতাংশ বৃদ্ধি। মাথাপিছু আয়ের নিরিখে বাংলা এগিয়ে।’
তৃণমূল সাংসদ মনে করিয়ে দেন শিল্পবৃদ্ধিতে বাংলা পঞ্চম স্থানে রয়েছে।
তিনি যোগ করেন, ‘স্বাস্থ্যসাথীর সুফল পেয়েছে ১.৪ কোটি পরিবার। রাজ্যে বিদেশি বিনিয়োগ ২৪ শতাংশ বেড়েছে।’
আরও পড়ুন : কম সময়ে দুয়ারে সরকারে দারুণ সাড়া, জনমুখী প্রকল্পে বরাদ্দ বাড়ালেন মুখ্যমন্ত্রী