কলকাতা : শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য আগামী ৩১ জানুয়ারি রাজ্যে আরও এক দফায় টেট পরীক্ষা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবান্নে সাংবাদিকদের বলেন, অফলাইনেই এই পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি প্রাথমিকে সাড়ে ১৬ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য আগামীকাল অর্থাৎ বুধবার নোটিশ জারি করা হবে বলে তিনি জানিয়েছেন।
১০ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত ধাপে ধাপে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। তিনি আরও বলেন, প্রাথমিক স্তরে নিজেদের জেলায় পোস্টিং চেয়ে এখনো পর্যন্ত যে দশ হাজার ১৬৩ জন শিক্ষক আবেদন করেছেন তার মধ্যে ৬ হাজার ৪৬৬ জনকে তাদের জেলায় নিয়োগ করা হয়েছে।
মাধ্যমিক স্তরে পাঁচ হাজার ৫০২ জনের মধ্যে তিন হাজার ৮৫২ জনকে নিজের জেলায় এবং ৪ হাজার ৫৯৪ জনের মধ্যে চার ৪৯০ জনকে আপোষ বদলি করা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।