বিধ্বস্ত দেবভূম, ক্ষতিগ্রস্ত এলাকা আকাশপথে পরিদর্শন অমিত শাহের

ডেস্ক: প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত দেবভূম। ইতিমধ্যেই প্রান হারিয়েছেন ৬৪ জন। নিখোঁজও বহু পর্যটক। এমন পরিস্থিতিতে উত্তরাখণ্ড (Uttarakhan) পরিদর্শন সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (HM Amit Shah)। সঙ্গে ছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং উপরাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল গুরমীত সিং। হেলিকপ্টারের চড়ে বন্যা বিধ্বস্ত এলাকা ঘুরে দেখলেন তিনি।


স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, এখনও পর্যন্ত পর্যটকদের মধ্যে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ৮০ শতাংশ টেলিফোন নেটওয়ার্ক ফের কর্মসক্ষম করা হয়েছে। ৩ থেকে ৪টি রাস্তার নেটওয়ার্ক পুরোপুরি ধুয়ে গিয়েছে বন্যার জেরে। কেন্দ্র সময়মত সতর্কতার কারণে অনেকের জীবন বাঁচানো সম্ভব হয়েছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন; কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ল ৩ শতাংশ


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ক্ষয়ক্ষতি নিয়ে কেন্দ্রীয় ও রাজ্যের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছি। আগে থেকে বৃষ্টির পূর্বাভাস থাকায় ক্ষতির পরিমাণ অনেকটা কম। তিনি আরও জানান, উত্তরাখণ্ডে ইতিমধ্যে ৬৪ জনের মৃত্যু হয়েছে। এখনও ১১ জন নিখোঁজ রয়েছে। এদিকে হারিয়ে যাওয়া দু’টি পর্বতারোহী দলের মধ্যে একটি দলের খোঁজ পাওয়া গিয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক