রেলযাত্রীদের জন্য বড় সুখবর। শীঘ্রই চালু হতে চলেছে সম্পূর্ণ নতুন অমৃত ভারত ২ এক্সপ্রেস। রেলওয়ে বোর্ডের জারি করা সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নতুন ট্রেনগুলির ভাড়ার কাঠামো ও বুকিংয়ের নিয়ম আগের অমৃত ভারত ট্রেনের তুলনায় কিছুটা আলাদা হতে চলেছে। পাশাপাশি সদ্য চালু হওয়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস-এর ক্ষেত্রেও একাধিক নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল— দুই ট্রেনেই RAC (Reservation Against Cancellation) ব্যবস্থার অবসান। অর্থাৎ যাত্রীরা কেবলমাত্র কনফার্ম টিকিটই পাবেন, RAC-র ঝামেলা থাকবে না।
বন্দে ভারত স্লিপার: আরাম ও সুরক্ষায় এক নতুন মানদণ্ড
বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে যাত্রী স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে বিশেষ নকশা করা হয়েছে। এই ট্রেনে থাকছে সুগঠিত বার্থ, স্বয়ংক্রিয় দরজা, কম শব্দের উন্নত সাসপেনশন ব্যবস্থা, আধুনিক ড্রাইভার কেবিন এবং অ্যারোডাইনামিক বডি। পাশাপাশি একটি প্রতিরক্ষামূলক আর্মার সিস্টেম, জরুরি টক-ব্যাক সুবিধা এবং উন্নত মানের শৌচাগারের ব্যবস্থাও রাখা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, এই ট্রেন যাত্রীদের জন্য একেবারে নতুন অভিজ্ঞতা এনে দেবে।
তবে ভাড়ার দিক থেকে বন্দে ভারত স্লিপার কিছুটা ব্যয়বহুল।
- ৩ এসি: প্রতি কিমি প্রায় ₹২.৪০
- ২ এসি: প্রতি কিমি প্রায় ₹৩.১০
- ১ এসি: প্রতি কিমি প্রায় ₹৩.৮০
এসি শ্রেণির ভাড়ার ক্ষেত্রে GST প্রযোজ্য হবে বলেও জানানো হয়েছে।
অমৃত ভারত ২ এক্সপ্রেসে বদল ন্যূনতম ভাড়ায়
নতুন নিয়ম অনুযায়ী, অমৃত ভারত ২ এক্সপ্রেসে মূল ভাড়া অপরিবর্তিত থাকলেও ন্যূনতম দূরত্ব ও ভাড়ার নিয়মে পরিবর্তন আনা হয়েছে।
স্লিপার ক্লাস: ন্যূনতম ২০০ কিমির ভাড়া ₹১৪৯
দ্বিতীয় শ্রেণি: ন্যূনতম ভাড়া ₹৩৬
এই ট্রেনের স্লিপার ক্লাসে শুধুমাত্র তিনটি সংরক্ষণ ব্যবস্থা থাকবে—
মহিলা, বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি এবং প্রবীণ নাগরিকদের জন্য। অন্য কোনও সংরক্ষণ প্রযোজ্য হবে না।
লোয়ার বার্থে অগ্রাধিকার
রেলওয়ে বোর্ড প্রবীণ নাগরিক ও শিশু-সহ যাত্রীদের সুবিধার্থে লোয়ার বার্থ বরাদ্দের নিয়ম চালু করেছে।
নতুন নির্দেশ অনুযায়ী,
- ৬০ বছর বা তার বেশি বয়সি পুরুষ
- ৪৫ বছর বা তার বেশি বয়সি মহিলা
যাত্রীদের ক্ষেত্রে লোয়ার বার্থ দেওয়ার চেষ্টা করা হবে।
সব মিলিয়ে, নতুন অমৃত ভারত ২ এক্সপ্রেস ও বন্দে ভারত স্লিপার— দুই ট্রেনই যাত্রী পরিষেবায় গতি, আরাম ও স্বচ্ছতার নতুন দিশা দেখাতে চলেছে বলে মনে করছেন রেল বিশেষজ্ঞরা।