‘অগ্নিপথ’ নিয়োগ নিয়ে ক্ষোভের আঁচ পশ্চিমবঙ্গে। বৃহস্পতিবার ভাটপাড়ায় প্রতিবাদের পর শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর স্টেশনে রেল অবরোধ। তার জেরে শিয়ালদা-বনগাঁ শাখার আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের বিরোধিতায় এবার হাওড়া ব্রিজ অবরোধ করে বিক্ষোভে সামিল যুবকরা। শুক্রবার সকালে হাওড়া ব্রিজে প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। দুর্ভোগে পড়েন অফিসযাত্রীরা। বিক্ষোভ আটকাতে লাঠিচার্জ করে পুলিশ।
এদিন সকালে ঠাকুরনগর স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভকারীরা। অবরোধে আটকে পড়ে আপ ও ডাউনের বিভিন্ন ট্রেন। এর জেরে শিয়ালদা-বনগাঁ শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল। কাজের দিনে যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছয়।
আরও পড়ুন :
বিধানসভায় রবীন্দ্র সঙ্গীত গাইলেন বাবুল সুপ্রিয়
অফিসের পার্টিতে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার এক মহিলা-সহ নির্যাতিতার ৩ সহকর্মী
৪ মাসে দেশে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ, এক ধাক্কায় বাড়ল প্রায় ৪০ শতাংশ
দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রবেশ করবে বর্ষা, শহরে বৃষ্টির পূর্বাভাস