আনিস খান মৃত্যু : কলকাতা হাই কোর্টে সিট -এর তদন্ত রিপোর্ট জমা দিল রাজ্য

শুক্রবার কলকাতা হাই কোর্টে আনিস খান মৃত্যু রহস্যের প্রথম তদন্ত রিপোর্ট জমা দিল বিশেষ তদন্তকারী দল বা সিট। আদালতের কাছে সিটের তরফে এই রিপোর্ট জমা দেয় রাজ্য। এরই পাশাপাশি হাওড়া জেলা ও দায়রা আদালতের বিচারকের রিপোর্টও জমা পড়ছে আদালতে।

কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে জমা পড়ে এই রিপোর্ট। এদিন মৃত আনিস খানের পরিবারের হাতেও এই রিপোর্ট তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

শুক্রবার এই রিপোর্ট জমা দেওয়ার পাশাপাশি রাজ্য সরকার আদালত এর কাছে আবেদন জানিয়ে বলে, এই মামলার তদন্তের জন্য আরও কিছুটা সময় প্রয়োজন। তাই আদালত যেন বিশেষ তদন্তকারী দলকে সেই সময়টুকু দেয়। আদালতকে এটাও বলা হয় যে, এই ঘটনার ফরেন্সিক রিপোর্ট আসতে আরও দু’সপ্তাহ সময় লাগবে।

এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন