চার রাজ্যের ফল দেখিয়ে ‘ধোঁকা’ দেবেন না, আসল লড়াই ২০২৪-এ

নয়াদিল্লি : প্রশান্ত কিশোর টুইট করে বলেছেন, ভারতের আসল লড়াই হবে ২০২৪-এ, কোনও রাজ্যে নয়। সাহেব সেটা জানেন।   রাজ্যের এই ফল দিয়ে বিরোধীদের ওপর মনস্তাত্বিক চাপ তৈরির চেষ্টা করছেন। তিনি মানা করেছেন এই মিথ্যা ব্যাখ্যার শরিক হতে।

উত্তর প্রদেশ, উত্তরাখন্ড, মণিপুর ও গোয়ায় বিজেপির ভাল ফল দেখিয়ে মোদী ২০২৪-এর প্রসঙ্গ টেনে বলেছিলেন, ২০২২-এর উত্তর প্রদেশের ফলাফল ঠিক করে দিল, ২০২৪-এ ক্ষনতায় আসবে বিজেপি। এরপরই প্রশান্ত কিশোর করেন এই টুইট। পিকে সম্ভবত ‘সাহেব’ বলতে মোদীকেই উদ্দেশ্য করে বলেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞমহল।

প্রশান্ত কিশোর বলেন, ২০২৪ সালের নির্বাচন হবে ভিন্ন প্রেক্ষাপটে। সুতরাং এই ফলাফলের কোনও প্রভাব পড়বে না সে সময়।     

Related posts

সুপ্রিম কোর্টে ন্যায় প্রাপ্তি, এসএসসি মামলা নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

এসএসসি চাকরি বাতিল মামলায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, বেতন ফেরতেও অন্তবর্তী স্থগিতাদেশ

‘কারা বৈধ, তালিকা আছে’, চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে জানাল এসএসসি