রাজ্যে নতুন করে আরও ৫ লক্ষ ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন এসে পোঁছল

ডেস্ক: দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির পর থেকে কয়েকগুণ বেড়েছে টিকা গ্রহণের প্রবণতা। ভ্যাকসিন পাওয়ার আশায় অনেক জায়গায় লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরে যেতে হচ্ছে৷  সরকারি, বেসরকারি টিকাকরণ কেন্দ্রেই ভ্যাকসিনের জন্য হাহাকার৷ আজই রাজ্যে নতুন করে আরও ৫ লক্ষ ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন এসে পোঁছল৷


দমদম বিমানবন্দর থেকে সরাসরি এই ভ্যাকসিন নিয়ে যাওয়া হবে বাগবাজারের সেন্ট্রাল ড্রাগ স্টোরে৷ আগামিকাল থেকেই এই ভ্যাকসিন রাজ্যের বিভিন্ন টিকাকরণ কেন্দ্রে পাঠানো শুরু হবে৷
তবে রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, চাহিদার তুলনায় ৫ লক্ষ ডোজ ভ্যাকসিন অনেকটাই কম৷ তবে আগামি সপ্তাহে ফের রাজ্যে নতুন করে ভ্যাকসিন আসার কথা রয়েছে৷

আরও পড়ুন: বিনামূল্যে ৫ কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে ৮০ কোটি মানুষকে, ঘোষণা কেন্দ্রের


আগামী ৫ এপ্রিল থেকে এ রাজ্যেও বিনামূল্যে প্রত্যেককে করোনার ভ্যাকসিন দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Related posts

হাওড়ার রামরাজাতলায় সাঁত্রাগাছি ‘মা’ গোষ্ঠীর উদ্যোগে জলসত্র

তাপপ্রবাহ বন্ধ হবে, স্বস্তির পূর্বাভাস হাওয়া অফিসের

বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ, কী ভাবে দেখবেন