উচ্চ প্রাথমিকে নিয়োগে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ফের মামলা, চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা

ডেস্ক: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে আবারও মামলার গেরোয়ে। উচ্চ প্রাথমিক নিয়োগ মামলা পৌঁছল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। বিচারপতি সুব্রত তালুকদার, সৌগত ভট্টাচার্যর বেঞ্চে হবে শুনানি। নতুন করে তালিকা প্রকাশের পর নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছিল কললকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এ বার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করলেন মামলাকারীরা। তাঁদের দাবি, এখনও স্বচ্ছ তলিকা প্রকাশ করা হয়নি। চলতি সপ্তাহেই সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।


ভৌতবিজ্ঞান বিষয়ের নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে সোমবার বিষয়টি ডিভিশন বেঞ্চের নজরে আনেন আইনজীবী সুবীর সান্যাল। শুক্রবার উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ প্রত্যাহার করে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ।


হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে। অভিযোগ সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায় মামলা করেছেন প্রার্থীরা। ইন্টারভিউ তালিকায় অনিয়মের অভিযোগ। ১২ সপ্তাহে সেই অভিযোগের নিষ্পত্তি করবে কমিশন। এই সময়ে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই মামলা কয়েকজন চাকরিপ্রার্থীর। 

আরও পড়ুন: করোনা আবহে রথযাত্রা, দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির, প্রধানমন্ত্রী মোদী, মুখ্যমন্ত্রী মমতার

গত সপ্তাহেই নিয়োগ শুরুর নির্দেশ দেন বিচারপতি। বৃহস্পতিবার নতুন করে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। আর তারপরই নিয়োগ শুরু করতে বলে আদালত। তালিকা প্রকাশের পর আর কোনও আবেদন শোনা হবে না বলে জানিয়ে দেন বিচারপতি। তবে আদালতের নির্দেশে এও উল্লেখ করা হয় যে, তালিকায় অসন্তুষ্ট হলে চাকরি প্রার্থী কমিশনে অভিযোগ জানাতে পারবেন। স্কুল সার্ভিস কমিশন আলাদা করে তাদের কথা শুনবে ও বিচার করবে। ১২ সপ্তাহের মধ্যে পরীক্ষার্থীকে জবাব দিতে হবে বলেও জানান বিচারপতি। 

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন