রথযাত্রার পূণ্য তিথি যে কোনও কাজের ক্ষেত্রে শুভ

ডেস্ক: গত বছরের মতো এবারও ভক্তশূন্য পুরীর রথযাত্রা। প্রশাসনের তরফে জারি করা হয়েছে বেশ কিছু বিধিনিষেধ।এবার রথযাত্রায় অংশ নিচ্ছেন ৩ হাজার সেবায়েত ও ১ হাজার কর্মী। রথযাত্রায় অংশ নেওয়ার জন্য প্রত্যেকের আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট ও ভ্যাকসিনেশন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা ও ওড়িশা সরকারের কারফিউ জারির জেরে পুরীর মন্দির থেকে বাইরে এলেও আজ ভক্তের সঙ্গে দেখা হচ্ছে না ভগবানের। রথের দিনটিকে সবচেয়ে শুভ দিন হিসেবে মনে করেন হিন্দুরা। এদিন গোটা দেশ জুড়ে ভক্তরা জগন্নাথের মাসির বাড়ি বেড়াতে যাওয়ার উৎসব পালন করেন।


রথযাত্রার দিন শ্রীজগন্নাথ, বলরাম এবং সুভদ্রা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শোভাযাত্রা সহকারে নিজের বাড়ি থেকে এক সপ্তাহের জন্য মাসির বাড়ি বেড়াতে যান। কিন্তু তারও একটা শুভ সময় রয়েছে। রথযাত্রার তৃতীয়া তিথি আরম্ভ হতে চলেছে ১২ জুলাই সকাল ৮ টা ২১ মিনিটে। তৃতীয়ার তিথি শেষ হবে ১৩ জুলাই সকাল ৮ টা ২৫ মিনিটে।রথের দিন পুজো করা বা কোনও অনুষ্ঠান বা কোনও শুভ কাজের জন্য যথার্থ বলে মনে করা হয়।


রথযাত্রা এক বিশেষ পূণ্য তিথি, এই তিথির মাধ্যমে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা নগর ভ্রমণ প্রচলিত আছে। রথ হল জয়ের প্রতীক। কথিত রয়েছে, রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়, চিত্তশুদ্ধি ঘটে এমনকি রথ টানার সময় একজন যদি তা দাঁড়িয়ে দেখেন তাতে তাঁর অন্তরে থাকা সমস্ত পাপের মোচন ঘটে।  শাস্ত্রমতে রথযাত্রার পূণ্য তিথিতে যে কোনও কাজ শুরুর ক্ষেত্রে শুভ। রথযাত্রার দিন যে সবচেয়ে বড় পুজো বাঙালির জীবনে আসে, তা হল খুঁটি পুজো। মা দুর্গার আবাহনে এই দিন দিকে দিকে শুরু হয়ে যায় খুঁটি পুজো।বহুজনেই বলে থাকেন যে সনাতম হিন্দু ধর্মের অন্যতম একটি দিক রথযাত্রা। মনে করা হয় রাধার সঙ্গে শ্রীকৃষ্ণের দীর্ঘ বিচ্ছেদের পর , দেবের বৃন্দাবনে আসার সময়ই প্রথমবার রথযাত্রার আয়োজন হয়।


কথিত রয়েছে, রথযাত্রার দিনে মনস্কামনা পূরণের জন্য ১১ রকমের ফল, ১১ রকমের মিষ্টি এবং ১১টি এক টাকার কয়েন একটি হলুদ কাপড়ে করে জগন্নাথদেবের আসনে রেখে দিতে পারেন। মন করা হয় যে, রথের দিনে গাছ পোঁতা খুবই শুভ তাই এইদিন অবশ্যই গাছ লাগান যা পরিবেশের জন্য যেমন প্রয়োজনীয়। দান করার জন্য কোনও নির্দিষ্ট দিনও হয় না। তবে কথিত আছে, রথের দিন কিছু দান করলে তা অবশ্যই শুভ বলে মনে করা হয়। 

Related posts

বাইরে বেরোলে জ্বালাপোড়া গরম, কী করবেন আর কী করবেন না?

আজ ধনতেরাস, জানুন সোনা কেনার শুভ সময়

ধনতেরাসে সোনা কেনার সময় এই ৫টি বিষয়ে সজাগ থাকুন