প্রথম পাতা খবর ‘‌একশোবার সহযোগিতা করছি’‌, নিজাম প্যালেস থেকে বেরিয়ে দাপুটে মেজাজে অনুব্রত

‘‌একশোবার সহযোগিতা করছি’‌, নিজাম প্যালেস থেকে বেরিয়ে দাপুটে মেজাজে অনুব্রত

297 views
A+A-
Reset

আজ শনিবার ফের আসানসোলের আদালতে পেশ অনুব্রত মণ্ডলকে। সিবিআইয়ের দাবি, তদন্তে সহযোগিতা করছেন না অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল নেতাকে ফের হেফাজতে চাইবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অন্তত আরও চারদিন হেফাজতে নিতে পারে তারা। যদিও নিজাম প্যালেস থেকে বেরনোর সময় বীরভূম তৃণমূল সভাপতির দাবি, ‘কেন্দ্রীয় গোয়েন্দাদের সহযোগিতা করেছি। আমার কোনও বেনামী সম্পত্তি নেই।’ পুরোন দাপুটে মেজাজ দেখা গিয়েছে তার।

এই কয়েকদিনে একাধিক তথ্য প্রমাণও সিবিআই হাতে পেয়েছে বলে সূত্রের খবর। সিবিআই সূত্রে দাবি, এখনও পর্যন্ত নামে-বেনামে অনুব্রত মণ্ডলের ৪৫টি সম্পত্তির হদিশ মিলেছে। যার মধ্যে রয়েছে একাধিক রাইস মিলও রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই বীরভূমের কালিকাপুরের অখ্যাত এক চালকলে শুক্রবার গিয়েছিল সিবিআই। ভোলে ব্যোম রাইস মিল। সেই মিলের ভিতর তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় অন্যের মালিকানাধীন পাঁচটি দামি গাড়ি, একটি মোটরবাইক এবং আর্থিক লেনদেন সংক্রান্ত বেশ কিছু নথি। এই তথ্য আজ আদালতে পেশ করা হতে পারে।

এছাড়াও সিবিআই প্রায় ১৭ কোটি টাকার সেই ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করা হয়েছে। প্রসঙ্গত, গরু পাচারের টাকার সঙ্গে অনুব্রতর কোনও যোগ আছে কি না, তাঁর বিপুল সম্পত্তির টাকার উৎস কী? এ সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন গোয়েন্দারা।

আরও পড়ুন :

রাজ্যের পাঁচ জেলায় অনেকটাই চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, ভাবাচ্ছে নবান্নকে

দুর্যোগের জেরে বঙ্গোপসাগরে উলটে গেল ট্রলার, নিখোঁজ ১৮ মৎস্যজীবী

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়ার বাড়িতে সিবিআই, স্বাগত জানিয়ে টুইট

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.