শ্বাসকষ্টের সমস্যায় হাসপাতালে ভর্তি অনুব্রত মণ্ডল

আবারও হাসপাতালে ভর্তি করতে হল বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে। শ্বাসকষ্টের সমস্যাজনিত কারণে তিনি কষ্ট পাচ্ছিলেন।

উল্লেখ্য, শুক্রবারই তাঁর গরুপাচার-কাণ্ডে সিবিআইয়ের তদন্তকারীদের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই আচমকা অসুস্থ হয়ে পড়লেন। তবে হাসপাতালে ভর্তি করতে হলেও প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে।

জানা যাচ্ছে, শুক্রবার সকাল থেকে শ্বাসকষ্ট শুরু হয় বীরভূম জেলা তৃণমূলের সভাপতির। এরপরই তাঁকে নিয়ে যাওয়া হয় বোলপুর সিয়ান মহকুমা হাসপাতালে। চিকিৎসকরা তাঁকে ভর্তি নিয়ে নানান শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন। সেই অনুযায়ী তাঁর প্রাথমিক চিকিৎসাও হয়। তবে পরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগেও একবার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অনুব্রত মণ্ডলকে। তাঁর শ্বাসকষ্ট এবং উচ্চ রক্তচাপের পাশাপাশি কোলেস্টরলের সমস্যাও ছিল।
এরমধ্যেই গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। শুক্রবারই তাঁকে কলকাতায় আসতে বলা হয়েছিল। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় তিনি কলকাতায় আসতে পারলেন না।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন