রাজ্যপুলিশে ১০ হাজারেরও বেশি পদ সৃষ্টির অনুমোদন

নিয়োগ হবে ১২ হাজার পুলিশ কনস্টেবল। প্রতীকী ছবি

কলকাতা : রাজ্যপুলিশে দশ হাজার ৩৭০ টি নতুন পদ সৃষ্টির অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নবান্নে বলেন, রাজ্য পুলিশের কনস্টেবল পদে ৯২৮২, সাব ইন্সপেক্টর পদে ১ হাজার ৮৮ টি পদের অনুমোদন দেওয়া হলো।

এছাড়াও নতুন করে ১১ তো পুলিশ মহকুমা এবং তিনটি পুলিশ সার্কেল তৈরির সিদ্ধান্তের অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা। পুলিশ মহকুমাগুলি হল ডালখোলা, ইটাহার, ফারাক্কা, হাবড়া,দে গঙ্গা, বাগদা, বাদুরিয়া,হাসনাবাদ, গোপী বল্লভপুর,বেল পাহাড়ী এবং সাগর।

তিনটি পুলিশ সার্কেল হলো সুন্দরবন পুলিশ জেলার পাথর প্রতিমা, নামখানা ও সাগর।

প্রশাসনিক কাজে সুবিধার জন্য জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লককে ভেঙে দুটি ব্লক তৈরী করা হলো। একটি বানারহাট ও অন্যটি ধূপগুড়ি ব্লক।

Related posts

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের