অতিমারীর ভয় কাটিয়ে কতটা ছন্দ খুঁজে পাবে এবারের বড়দিন?

সাধনা দাস বসু : নলেন গুড়, জয়নগরের মোয়া, ফুলকপির সিঙ্গারা, কমলা লেবু নিয়ে শীত হাজির হৈ হৈ করে । কলকাতায় কদিন ধরেই জাঁকিয়ে শীত পড়েছে । প্রাণভরে শীত উপভোগ করছে কলকাতাবাসী ।

তুলে রাখা গরম জামা কাপড় নামিয়ে নিয়েছে । এখন তো আবার শীতের পোশাকেও নিত্য নতুন ফ্যাশন । তাই ফ্যাশন দুরস্ত বাবু-বিবিরা প্রতি বছরই গরম জামা কাপড় কেনেন । আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এ বছরে ঠান্ডা এই রকমই জবরদস্ত থাকবে । তাই বড়দিন ও বছর শেষের দিনটাও মানুষ উপভোগ করবে শীতকে।

বড়দিনের প্রস্তুতি শেষ পর্যায়ে । আলোক মালায় সেজে উঠেছে পার্ক স্ট্রিট ও সেন্টপলস্ ক্যাথিড্রাল । রাজ্য সরকারের উদ্যোগে পার্কস্ট্রিটের অ্যালেন পার্কে ২২শে ডিসেম্বর শুরু হয়েছে ক্রিসমাস ফেস্টিভ্যাল । চলবে ৩০ তারিখ পর্যন্ত ।

তবে করোনা সুরক্ষাবিধি মেনে এবারে এই অনুষ্ঠানে কিছু বিধি নিষেধ থাকছে ।
হুজুগে বাঙালি যে কোনো ধর্মের উৎসবকেই আপন করে নিয়েছে । তাই দুর্গা পুজো, ইদ, ক্রিসমাস সব উৎসবেই যোগদান করে ‌। কিন্তু এই অতিমারীর আবহে যখন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা বা ইদের আনন্দ ছিল অনেকটাই ফিকে , তখন বড়দিনে অন্যান্য বছরের মতো এবারও কি মানুষের ঢল নামবে পার্ক স্ট্রিটে ?

Related posts

শুরু পঞ্চম দফার প্রচার, আজ জোড়া সভা মমতার

গুজরাতের বিরুদ্ধে মাঠে না নেমেই আইপিএল ২০২৪ কোয়ালিফায়ারে কেকেআর!

বৃষ্টি কমলেই তাপমাত্রা বৃদ্ধি, কী বলছে আবহাওয়ার পূর্বাভাস