প্রথম পাতা খবর রবিবাসরীয় বিকেল অর্জুনের ‘ঘরওয়াপসি’, তৃণমূলে ফিরলেন ব্যারাকপুরের সাংসদ

রবিবাসরীয় বিকেল অর্জুনের ‘ঘরওয়াপসি’, তৃণমূলে ফিরলেন ব্যারাকপুরের সাংসদ

333 views
A+A-
Reset

অবশেষে তৃণমূলে ফিরলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। রবিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে সমন্বয় বৈঠকের পর তিনি যোগদান করেন। দলে তাঁকে স্বাগত জানান অভিষেক। উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক, রাজ চক্রবর্তী-সহ অন্যান্য নেতৃত্ব।
২০১৯-এ তৃণমূল ছেড়ে বিজেপি যান তিনি। ওই বছরেই পদ্মপ্রতীকে বিজেপির সাংসদ হন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিংহ। আচমকা পাটশিল্প ইস্যুতে ভোলবদল অর্জুনের। সরাসরি কেন্দ্রীয় সরকারকে নিশানা করতে শুরু করেন তিনি।
তবে দলবদলের আগে রবিবাসরীয় সকালে ফের ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট করেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। আর তারপরই নতুন করে গুঞ্জন শুরু হল। রবিবার ফেসবুক পোস্টে অর্জুন সিং লেখেন, ‘‌যাঁরা আমার ভিত্তি নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁরা একবার নিজের দিকে তাকান। মাঝে মাঝে নিজের ভিতরটা দেখো, নিজেকেও খুঁজো।’
অর্থাৎ তাঁর দলবদল নিয়ে প্রশ্ন তোলার আগে নিজেদের দিকে তাকাতে বলেছেন অর্জুন সিং। এই পোস্টের পরই রাজ্য–রাজনীতিতে জল্পনা চরমে উঠেছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.