প্রথম পাতা প্রবন্ধ শতবর্ষ পেরিয়ে “পদ্মানদীর মাঝি”-র রূপকার
মানিক বন্দ্যোপাধ্যায়

শতবর্ষ পেরিয়ে “পদ্মানদীর মাঝি”-র রূপকার
মানিক বন্দ্যোপাধ্যায়

79 views
A+A-
Reset

পঙ্কজ চট্টোপাধ্যায়

বাংলা সাহিত্য সারা বিশ্বে প্রায় ৪০/৪৫ কোটি বাঙালীর ঐতিহ্য, পরম্পরায় লালিত, এবং সমাদৃত।

এ হেন সাহিত্যের সুবিশাল ইতিহাসে তিন ‘বন্দ্যোপাধ্যায়’ নামে একটি শব্দবন্ধ অতি পরিচিত। এই তিন কিম্বদন্তী ‘বন্দ্যোপাধ্যায়’-রা হলেন—প্রথম জন পথের পাঁচালির বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় জন গণ দেবতা-র তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আর তৃতীয় জন হলেন পুতুল নাচের ইতিকথা-র প্রবোধ বন্দ্যোপাধ্যায়, যাকে বাঙালী চেনে মানিক বন্দ্যোপাধ্যায় নামে চেনে।

১৯শে মে, ১৯০৭ সালে জন্ম মানিক বন্দ্যোপাধ্যায়-এর। জীবনের সঙ্গে অনেক লড়াইয়ের নাম মানিক বন্দ্যোপাধ্যায়। বরানগরের গোপাললাল ঠাকুর রোডের একটি ভাড়া বাড়িতে তিনি সপরিবারে থাকতেন। মাঝেমধ্যে প্রায় অনাহারে দিন কাটতো এই সাহিত্যিকের। দু-চারজন শুভাকাঙ্ক্ষী খোঁজ -খবর রাখতেন।

তিনি সাহিত্যে রবীন্দ্র পুরস্কারে পুরস্কৃত হয়েছেন।

সারাটি জীবন বাঙালী এবং বাঙলার সারস্বত সাধনায় মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন একনিষ্ঠ ব্রতী।

এই মহান সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়-এর ১১৫ বছরের জন্মদিন আজ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.