পূর্ব সিকিমে প্রবল তুষারপাত, আটকে প্রায় ৯০০ পর্যটক

সিকিমে তুষারপাত। বরফের চাদরে ঢেকেছে পূর্ব সিকিম। শনিবার সন্ধ্যায় নাথুলা এবং সোমগো লেক থেকে সিকিমের রাজধানীতে ফেরার সময় প্রবল তুষারপাতের কারণে ৮৯টি গাড়িতে ভ্রমণকারী প্রায় ৯০০ পর্যটক আটকা পড়েন বলে পুলিশ জানিয়েছে।

একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধারকাজ চলছে। বেশ কিছু গাড়ি উদ্ধার করা হয়েছে। ভারী তুষার ধীরে ধীরে পরিষ্কার করা হচ্ছে এবং উদ্ধার হওয়া গাড়িগুলি ৪২ কিলোমিটার দূরে গ্যাংটকের দিকে রওনা দিচ্ছে। তবে এখনও বহু পর্যটক সেখানে আটকে রয়েছেন।

পর্যটকদের জন্য প্রয়োজনীয় সমস্ত সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ-প্রশাসন। আটকে পড়া অনেককেই উদ্ধার করে নিকটবর্তী সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয়েছে। সেনার চিকিৎসকেরা তাঁদের শুশ্রূষা করছেন। খাবারের ব্যবস্থাও করা হয়েছে।

Related posts

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের