ডেস্ক: ফের উত্তপ্ত নানুর। মঙ্গলবার রাতে নানুর বিধানসভা এলাকার সিঙ্গি গ্রামে বিজেপি-তৃণমূল সংঘর্ষ। এলাকায় বেপরোয়া বোমাবাজি। সকালে পঞ্চায়েতের সামনেই তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। সংঘর্ষের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।শেষ দফায় ২৯ এপ্রিল ভোট নানুরে। এখন ভোটের আগেই বারবার উত্তপ্ত হয়ে উঠছে নানুর। কোথাও বোমাবাজি হচ্ছে। আবার কোথাও উদ্ধার হচ্ছে বোমা। যা নিয়ে সরগরম রাজ্য–রাজনীতি।
এই ঘটনায় গ্রামবাসীদের বক্তব্য, রাতভর এলাকায় ব্যাপক বোমাবাজি চলে। সারারাত আতঙ্কে কাটাতে হয়। বিধানসভা নির্বাচনের আবহে বারবার উত্তপ্ত হয়ে উঠছে নানুর। রোজ অশান্তির খবর মিলছে সেখান থেকে। তৃণমূল কংগ্রেস–বিজেপির অভিযোগ পাল্টা অভিযোগে তপ্ত হয়ে ওঠে গ্রামের মাটি। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বোলপুর থানার পুলিশ।
অভিযোগ তৃণমূলের কর্মীরা তাঁদের পতাকা লাগানোর কাজে বাধা দেন। তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির কর্মী-সমর্থকরা। মুহুর্তে সেই বচসা রূপ নেয় সংঘর্ষের। লাঠি, বাঁশ নিয়ে একে অপরের বিরুদ্ধে চড়াও হওয়ার অভিযোগ। ধুন্ধুমার সংঘর্ষ বেধে যায় দু’পক্ষের মধ্যে। এলাকায় শুরু হয় বোমাবাজি। রাতভর সিঙ্গি গ্রামে চলে বোমাবাজি। বেশ কয়েকটি বাড়ি ভাঙচুরেরও অভিযোগ এসেছে। সংঘর্ষে এক তৃণমূলকর্মী গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে।
গ্রামের কোথাও বোমা লুকিয়ে রাখা হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, গ্রামে অশান্তির ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি ও তৃণমূল।