প্রথম পাতা খবর আজ দিল্লিতে বিধানসভা নির্বাচন, ত্রিমুখী লড়াইয়ে উত্তেজনা তুঙ্গে

আজ দিল্লিতে বিধানসভা নির্বাচন, ত্রিমুখী লড়াইয়ে উত্তেজনা তুঙ্গে

281 views
A+A-
Reset

আজ, বুধবার দিল্লিতে ৭০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। এক দফাতেই নির্বাচন অনুষ্ঠিত হবে, আর ৮ ফেব্রুয়ারি ভোট গণনা। দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টির (আপ) বিরুদ্ধে জোরদার লড়াইয়ে নেমেছে বিজেপি। অন্যদিকে, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিক হয়েও আপের বিরুদ্ধে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেস। ফলে এবারের নির্বাচন হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াইয়ে পরিণত হয়েছে।

গত লোকসভা নির্বাচনে দিল্লির সাতটি আসনের মধ্যে সবকটিতে জয়ী হয়েছিল বিজেপি, একটি আসনও জিততে পারেনি আপ। এবার বিধানসভা নির্বাচনে তাদের ভোটব্যাঙ্ক ধরে রাখাই মূল লক্ষ্য।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১ কোটি ৫৬ লক্ষ ভোটার ১৩,৭৬৬টি বুথে ভোট দেবেন। ৬৯৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে আজ। আপ, কংগ্রেস এবং বিএসপি ৭০টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে। বিজেপি ৬৮টি আসনে প্রার্থী দিয়েছে, দুটি আসন ছেড়েছে এনডিএ সহযোগী জেডিইউ এবং এলজেপি (রামবিলাস)-কে।

বাম দলগুলোর মধ্যে সিপিআই ছয়টি, সিপিএম দুটি এবং সিপিআইএমএল লিবারেশন দুটি আসনে লড়ছে। সংখ্যালঘু অধ্যুষিত ওখলা এবং মুস্তাফাবাদ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে আসাদউদ্দিন ওয়েইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম)। বিজেপির সহযোগী অজিত পওয়ারের এনসিপি পৃথকভাবে ৩০টি আসনে লড়ছে।

ত্রিমুখী লড়াইয়ের মধ্যে দিল্লির ভোটের ময়দান কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.