মহাকুম্ভে পুণ্যস্নান সেরে উচ্ছ্বাস প্রকাশ করলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। প্রয়াগরাজে সরস্বতী পুজোর দিনে তিনি পুণ্যস্নান করেন এবং কুম্ভমেলার ব্যবস্থাপনার প্রশংসা করেন। দুর্ঘটনার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, দুর্ঘটনা তো দুর্ঘটনাই, তবে সুরক্ষার ব্যবস্থা যথেষ্ট ভালো।
১৩ জানুয়ারি মকর সংক্রান্তির দিন থেকে শুরু হয়েছে প্রয়াগরাজের কুম্ভমেলা। ইতিমধ্যেই প্রায় ৪০ কোটি মানুষ পুণ্যস্নান করেছেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন হুগলির তৃণমূল সাংসদও। কুম্ভের আয়োজকদের কুর্নিশ জানিয়ে তিনি বলেন, এ এক অসাধারণ অভিজ্ঞতা। কোটি কোটি মানুষের জন্য শৌচাগার, থাকার ব্যবস্থা, নিরাপত্তা— সব কিছুই সুন্দরভাবে করা হয়েছে। জলে নামার সময়ও যাতে কেউ বিপদে না পড়েন, তার জন্যও বিশেষ ব্যবস্থা রয়েছে।
মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এই দুর্ঘটনার পর উত্তরপ্রদেশ সরকার আরও বেশি সতর্ক ও তৎপর হয়েছে। কুম্ভমেলার সার্বিক ব্যবস্থাপনা দেখে অভিভূত রচনা বন্দ্যোপাধ্যায় আয়োজকদের ধন্যবাদ জানান।