টাকি রোডে লরির সঙ্গে সংঘর্ষ স্কুলবাসের, আহত অন্তত ১৪ পড়ুয়া

মঙ্গলবার মর্মান্তিক দুর্ঘটনা টাকি রোডে। একটি লরি ও স্কুলবাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১৪ জন পড়ুয়া। তাদের মধ্যে ২ জনের শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক বলে জানা গিয়েছে। পাশাপাশি বাসচালকের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। স্থানীয়দের তৎপরতায় সকলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

ঘটনাটি বসিরহাটের মাটিয়া থানার ফিরোজপুর টাকি রোডের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাটিয়া থানার পুলিশ। সাতসকালেই এমন দুর্ঘটনায় রীতিমতো চাঞ্চল্য।

ঘটনায় প্রকাশ, সকাল ৮টা ২০ নাগাদ বসিরহাট থেকে বারাসতের দিকে যাচ্ছিল একটি বেসরকারি স্কুলবাস। বিপরীত দিকে অর্থাৎ, বারাসতের দিক থেকে একটি লরি বসিরহাটের দিকে আসছিল। বিষ্ণুপুরের কাছে ওই গাড়ি দু’টির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই ছুটে এসে ওই বেসরকারি বাসের চালককে ও জখম ছাত্র-ছাত্রীদের উদ্ধার করেন। তড়িঘড়ি আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।  স্থানীয়দের তৎপরতায় তাদের ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় রীতিমতো টাকি রোড অবরুদ্ধ হয়ে পড়ে কিছু সময়ের জন্য। কী কারণে এই দুর্ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ।

Related posts

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের

দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, জারি কমলা সতর্কতা

প্রধানমন্ত্রীর সভার পরেই খড়গপুরে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক বিজেপি নেতা!