Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
নির্বাচনী বিপর্যয়! দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা আতিশীর - NewsOnly24

নির্বাচনী বিপর্যয়! দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা আতিশীর

দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির (AAP) বড় পরাজয়ের পরদিনই উপরাজ্যপাল ভিকে সাক্সেনার কাছে নিজের পদত্যাগপত্র জমা দিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা।

এ বারের ভোট আপ চরম বিপর্যয়ের মুখোমুখি হলেও নিজে কলকাজি আসন ধরে রাখতে পেরেছেন আতিশী। রবিবার তিনি রাজ নিবাসে গিয়ে আনুষ্ঠানিকভাবে ইস্তফা জমা দেন।

২৬ বছরের বেশি সময় পর দিল্লির ক্ষমতায় ফিরেছে বিজেপি। তারা ৭০টি আসনের মধ্যে ৪৮টি আসনে জয়ী হয়েছে। আপ পেয়েছে ২২টি আসন, আর কংগ্রেস এই নির্বাচনে একটিও আসন জিততে পারেনি।

বিজেপি শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সফর থেকে ফেরার পর আগামী সপ্তাহে বিজেপি সরকার গঠনের দাবি জানাবে।

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে দুর্নীতির অভিযোগে পদত্যাগ করা অরবিন্দ কেজরিওয়ালের স্থলাভিষিক্ত হয়ে দিল্লির মুখ্যমন্ত্রী হন আতিশী। কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই তাঁর নেতৃত্বে দল দিল্লির ক্ষমতা হারায়।

Related posts

পশ্চিমি ঝঞ্ঝার জেরে বাড়বে তাপমাত্রা, কলকাতায় এই ঠান্ডা থাকবে কতদিন?

বইমেলায় মেট্রোর বাড়তি সুবিধা, মেলার গেটেই মিলবে টিকিট

শুধু কলকাতায় কেন? আইপ্যাক অভিযানে ‘তথ্য চুরি’র অভিযোগ, ইডিকে নিশানা অভিষেকের