কম্যান্ড হাসপাতালে শুরু অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্ত

আলিপুরের কম্যান্ড হাসপাতালে শুরু হল কাশীপুরের নিহত বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্ত৷ এ দিন সকাল ছ’টা নাগাদ আর জি কর হাসপাতাল থেকে অর্জুন চৌরাসিয়ার দেহ বের করে কড়া পুলিশি নিরাপত্তায় কম্যান্ড হাসপাতালে পৌঁছে দেওয়া হয়৷
হাসপাতাল সূত্রে খবর, আজ সকাল সাড়ে আটটা থেকে ময়নাতদন্ত প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে৷ গোটা কম্যান্ড হাসপাতাল পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। পরিবারের অভিযোগ এটি খুন। তাই ময়নাতদন্তে স্থগিতাদেশ চায় মৃত অর্জুনের মা। পরে আদালতের নির্দেশ মতো ময়নাতদন্তে রাজি হয় পরিবার। 

ময়নাতদন্ত প্রক্রিয়াকে ঘিরে একগুচ্ছ নির্দেশও দিয়েছিল হাইকোর্ট৷ দক্ষিণ চব্বিশ পরগণার মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের নজরদারিতে গোটা ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন হবে৷ গোটা প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিংও করা হবে৷ পাশাপাশি ময়নাতদন্ত প্রক্রিয়া চলার সময় কল্যাণীর এইমস-এর বিশেষজ্ঞ এবং আর জি কর হাসপাতালের ফরেন্সিক সায়েন্স বিভাগের প্রধানও উপস্থিত থাকবেন বলে নির্দেশিকায় জানিয়েছিল আদালত৷

Related posts

মালদহে বজ্রপাতে মৃত অন্তত ১১, দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা

ফিরছে তাপপ্রবাহ, কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস

২ তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি, বিজেপির অভিযোগে পাত্তা দিল না কমিশন