সামনেই গোয়ায় বিধানসভা নির্বাচন। গোয়া জয়ের লক্ষ্যে সংগঠন মজবুত করার দিকে নজর দিয়েছে তৃণমূল। ২০২১ এর শেষেও গোয়া সফর করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার নতুন বছরের একেবারে শুরুতেই ফের একবার গোয়া রওনা হচ্ছেন তিনি।
দলীয় সূত্রে জানা গিয়েছে, জানুয়ারির ৯তারিখ গোয়া যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবারের গোয়া সফরে তিনদিনের কর্মসূচি রয়েছে অভিষেকের। গোয়া নির্বাচনকেই যে এখন পাখির চোখ করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব, অভিষেকের এই ঘন ঘন গোয়া গমন থেকেই তা এক প্রকার স্পষ্ট।
এর আগে তৃণমূল সুপ্রিমো যখন গোয়া গিয়েছিলেন, সেই সময় গোয়ার মানুষের মন পেতে সেখানকার মহিলাদের জন্য গৃহলক্ষ্মী প্রকল্প ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী। এই প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়ে গোয়ার মহিলাদের আর্থিক ভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে প্রতি মাসে ‘গৃহলক্ষ্মী কার্ড’ চালুর কথা বলা হয়েছে। আর সেই কার্ড এর মাধ্যমেই মহিলারা প্রতি মাসে পাবেন ৫ হাজার টাকা করে। সব মিলিয়ে প্রতি বছর মোট ৬০ হাজার টাকা করে পাবেন এক একজন মহিলা। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ওই টাকা, এমনটাই বলা হয়েছে। গোয়ার প্রায় সাড়ে তিন লক্ষ পরিবারকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসার প্রতিশ্রুতিও দিয়েছে তৃণমূল।
তৃণমূল সূত্রে খবর, এবারের এই সফরেও ঘোষণা করা হতে পারে আরও বেশ কিছু নতুন প্রকল্প এবং কর্মসূচি। অভিষেকের পাশাপাশি এবারের এই সফরে গোয়ার মাটিতে বিশেষ দায়িত্বে দেখা যাবে তৃণমূলের আরও দুই নেতৃত্ব সুস্মিতা দেব এবং সৌরভ চক্রবর্তীকে। কারণ, মহুয়া মৈত্র ছাড়াও এই দুই নেতা ও নেত্রীর উপরেও এবার গোয়ার মাটিতে দলকে পোক্ত ভীত এর উপরে দাঁড় করানোর দায়িত্ব বর্তেছে দল
।