নতুন উচ্চতায় করোনার গ্রাফ গড়ল মহানগরের নতুন রেকর্ড

মহানগরের বুকে একদিনে করোনায় আক্রান্ত মোট ৪৭৫৯ জন। দেশে এই মহামারী শুরু হওয়ার পর থেকে শুরু করে এটাই কলকাতায় এক দিনে আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা। মহানগরের পাশাপাশি সারা রাজ্যেও এদিন মোট ৯০৭৩ জন্য আক্রান্ত হয়েছে কোভিডে।

এই সব কিছু দেখার পরে বিশেষজ্ঞরা বলছেন, “হঠাৎ করোনার এই বৃদ্ধি মহামারীর তৃতীয় তরঙ্গেরই প্রমাণ।”

আইপিজিএমইআর-এর এক অধ্যাপক এর মন্তব্য, “আমরা অবশ্যই তৃতীয় তরঙ্গের মধ্যে আছি। করোনা আক্রান্তের প্রবণতা অনুসারে বলা যেতে পারে, আমরা একটি খুব খাড়া ঢেউ দেখতে পাব। যেটি ১৫ থেকে ১৮ জানুয়ারির মধ্যে শীর্ষে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তারপরে, জানুয়ারির শেষের দিকে করোনা সংক্রমণের হার কমতে থাকবে।”

উল্লেখ্য, এমনকি করোনার দ্বিতীয় ঢেউয়ের শীর্ষের সময়েও কলকাতায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কখনওই ৪হাজারের মাইল স্টোন পার করেনি। দ্বিতীয় তরঙ্গে শহরের সর্বোচ্চ এক দিনের আক্রান্তের সংখ্যা ছিল ৩৯৯০ এটি ছিল গত বছর মে মাসের ৩ তারিখ। এটিই ছিল এযাবৎ করোনা কালের রেকর্ড।

Related posts

দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, জারি কমলা সতর্কতা

প্রধানমন্ত্রীর সভার পরেই খড়গপুরে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক বিজেপি নেতা!

আজ পঞ্চম দফায় রাজ্যের ৭ কেন্দ্রে ভোটগ্রহণ