কলকাতা: ফের মহানগরে ভেঙে পড়ল বহুতল। বাগুইআটিতে ভেঙে পড়ল তিনতলা বাড়ির একাংশ। ভিতরে আটকে পড়েন ১৮ বছরের যুবক। ধ্বংসস্তূপ থেকে শুক্রবার সকালে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, বাগুইআটির নজরুল পার্কের ওই বাড়িতে থাকতেন দেবজ্যোতি মণ্ডল (১৮)। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গিয়েছিলেন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। মৃত কিশোরোর নাম ধ্রুবজ্যোতি মণ্ডল।
ঘটনায় প্রকাশ, বৃহস্পতিবার রাতে হঠাৎ সেই বাড়ির একাংশ ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। বাড়িতে যাঁরা ছিলেন, কোনও রকমে তাঁরা বাইরে বেরিয়ে আসেন। ওই বাড়ির এক তলার ছাদ ভেঙে পড়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ।এর পর দমকল এসে দ্রুত উদ্ধারকাজ শুরু করে। কিন্তু রাতে বৃষ্টি হওয়ার ফলে উদ্ধারকাজ ব্যাহত হয়। টানা প্রায় আট ঘণ্টা ধ্বংসস্তূপেই চাপা পড়ে ছিলেন যুবক।
শুক্রবার ভোর ৫টা নাগাদ ধ্বংসস্তূপ সরিয়ে তাঁকে উদ্ধার করে দমকল বাহিনী। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী আরজি কর হাসপাতালে। কিন্তু সেখানে যুবককে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।