ওয়েবডেস্ক : দলবিরোধী কাজের অভিযোগে বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে বহিষ্কার করল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। বেশ কিছু দিন ধরেই প্রকাশ্যে তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছিলেন বৈশালী।
শুক্রবার রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রিত্ব ছাড়ার পরও সংবাদমাধ্যমে রাজীবের সমর্থনে সরব হয়েছিলেন তিনি। তার পরই তাঁর বিরুদ্ধে এমন পদক্ষেপ করা হল। তিনি এখন দলহীন বিধায়ক।
আরও পড়ুন : রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা রাজীব বন্দ্যোপাধ্যায়ের
এদিকে বহিষ্কারের খবর জানার পর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন বৈশালী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বাইরে থেকে আসা লোকেদের কথা অনুযায়ী চলছেন। তৃণমূল কংগ্রেসে যাঁরা আছেন , তাঁরা অন্য দল থেকে আসা লোকেদের বেশি গুরুত্ব দেন।
দলের মধ্যে উঁইপোকারা পুরনো কর্মীদের কাজ করতে দেয় না । স্বচ্ছ ভাবমূর্তির মানুষদের দলে জায়গা নেই । আস্তে আস্তে স্বচ্ছ ভাবমূর্তির ভোটাররাও তৃনমূল কংগ্রেসের থেকে দূরে সরে যাবে বলেও তিনি মন্তব্য করেন ।