ওয়েবডেস্ক : বনমন্ত্রীর পদ থেকে শুক্রবার ইস্তফা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দেয়। তার পর তিনি রাজভবনে যান। দেখা করেন রাজ্যপাল জগদীপ ধানখড়ের সঙ্গে। সেখান থেকে বেরিয়ে এসে সংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।
রাজীব বলেন, “আমি কোনো দিনও ভাবিনি যে, আমাকে এ রকম একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আমাকে এই সিদ্ধান্ত নিতেই হল। যদি কোথাও কোনো ভাবে কাউকে আঘাত দিয়ে থাকি, তা হলে আমি সবার কাছে হাতজোড় করে ক্ষমা চাইছি। আমাকে ভুল বুঝবেন না। আমি মনে-প্রাণে আহত হচ্ছিলাম, যা আমার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছিল না, তাই আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে”।
তিনি আরও বলেন, তাঁর কথায়, “আমি বাংলার মানুষের স্বার্থে কাজ করব। আমাকে যিনি এই সুযোগ করে দিয়েছিলেন, আমার দলনেত্রীকে প্রণাম জানাচ্ছি”।
আরও পড়ুন : কথা রাখলেন মমতা, ট্যাবের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে পাঠাতে শুরু করল রাজ্য