অত্যধিক যাত্রী নিয়ে গঙ্গায় ডুবল নৌকা! উত্তরপ্রদেশে মৃত অন্তত ৪

সোমবার উত্তরপ্রদেশের বালিয়া জেলার মালদেপুর এলাকার কাছে গঙ্গা নদীতে নৌকাডুবি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, নৌকাটিতে প্রায় ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিল। যাদের মধ্যে এখনও পর্যন্ত চার মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

অত্যধিক সংখ্যক যাত্রী নৌকায় চেপে বসার কারণেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। নৌকাটি উলটে যাওয়ার পর নৌকার যাত্রীরা গভীর জলে ডুবে যেতে থাকেন। খবর পেয়েই স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল পৌঁছায় সেখানে। এখনও পর্যন্ত যাদের উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শীর মতে, অতিরিক্ত ভিড়ের কারণে নৌকাটি ডুবে গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও অনেকেই গভীর নদীতে নিখোঁজ বলে জানা গিয়েছে।

সূত্র জানিয়েছে, লোকজন স্থানীয় একটি মেলায় যাওয়ার পথেই এ দুর্ঘটনা ঘটে।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে