বজবজে বাজি কারখানায় বিস্ফোরণ! ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

কলকাতা: পূর্ব মেদিনীপুরের এগরার পর বজবজের মহেশতলা। বেআইনি বাজি কারখানার বিস্ফোরণে বলি প্রাণ। এগরায় ১১ জনের মৃত্যু হয়। বজবজের বিস্ফোরণে মৃত্যু হয় ৩ জনের। সোমবার মন্ত্রীসভার বৈঠকে কড়া বার্তা দেওয়ার পর, নিজেই বজবজে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে চান তিনি।

রবিবার সন্ধেয় বজবজের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। রাত আটটা নাগাদ বজবজের চিংড়িপোতা এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। তার পরেই আগুন লেগে যায় একটি বাড়িতে। সেখানে বেআইনি বাজি তৈরি ও মজুত করা হচ্ছিল বলে অভিযোগ। বিস্ফোরণে মারা যান বাড়ির কর্ত্রী ও তাঁর মেয়ে। আরও একজন ঝলসে যান। পরে ইএসআই হাসপাতালে তাঁরও মৃত্যু হয়। ঘটনায় তদন্তের দায়িত্ব নিয়েছে সিআইডি।

এ দিন নবান্নে রাজ্য মন্ত্রীসভার বৈঠক ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠক সেরেই বেরিয়ে যান নবান্ন থেকে। সূত্রের খবর, বজবজের দিকে রওনা হয়েছেন তিনি। যে বাড়িতে বিস্ফোরণ হয়, সেখানেই মুখ্যমন্ত্রী যাচ্ছেন বলে সূত্রের খবর।

আপডেট আসছে…

Related posts

ফিরছে তাপপ্রবাহ, কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস

২ তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি, বিজেপির অভিযোগে পাত্তা দিল না কমিশন

ভোটের পর ইন্ডিয়া জোটের সরকার গঠন, বাইরে থেকে সবরকম সাহায্য, বার্তা মমতার