Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কলকাতায় থিমপুজোর সার্থক রূপকার বন্দন রাহার অস্বাভাবিক মৃত্যু - NewsOnly24

কলকাতায় থিমপুজোর সার্থক রূপকার বন্দন রাহার অস্বাভাবিক মৃত্যু

কলকাতা: বাগুইআটি থেকে উদ্ধার কলকাতার দুর্গাপুজোয় থিমের সার্থক রূপকার বন্দন রাহার ঝুলন্ত দেহ। মঙ্গলবার নিজের দাদার বাড়ি থেকে উদ্ধার হয় শিল্পীর নিথর দেহ।

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন শিল্পী। পরিবারের তরফে জানানো হয়েছে, মাস ছয়েক আগে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। তার পর থেকে অবসাদে ভুগতে থাকেন তিনি। বন্দনবাবুর দাদা জানিয়েছেন, “মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার পর থেকে ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল”।

ঘটনায় প্রকাশ, মঙ্গলবার বেলা ১২টা নাগাদ বাড়িতে একাই ছিলেন তিনি। দাদা বাড়ি ফিরে দেখেন, ভাইয়ের ঘর ভেতর থেকে বন্ধ। ভাইকে ডাকলেও কোনও উত্তর মিলছিল না। শেষমেশ বন্ধ ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় ফ্যান থেকে ঝুলছে ভাই বন্দনের দেহ। ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে আরজি কর হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন শিল্পী।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে বোসপুকুর শীতলামন্দিরে বন্দনের প্রথম থিম ছিল ‘এপার বাংলা ওপার বাংলা’। ২০০০ সালে ওখানেই করেন তাসের ঘর। ২০০১ সালে ভাঁড়ের প্যান্ডেল করে কলকাতায় হইহই ফেলে দিয়েছিল এই পুজো। সেই থিম পূর্ণতা পেয়েছিল শিল্পী বন্দনের হাত ধরেই।

Related posts

সংসদে ফের নামবিভ্রাট! প্রধানমন্ত্রীকে ‘নরেন্দ্র বাজপেয়ী’ বললেন বিজেপি সাংসদ অভিজিৎ, হাসির রোল লোকসভায়

আস্থাভোটের আগেই ইস্তফা বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠের, দলের নির্দেশ মানলেন অবশেষে

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বড় রদবদল: ১০ মিনিট আগে প্রশ্নপত্র, সাপ্লিমেন্টারিতেও সময় ছাড়