438
সাধনা দাস বসু : মধ্যমগ্ৰাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে আজ পালিত হলো বঙ্গধ্বনি যাত্রা ।
স্থানীয় বিধায়ক ও মধ্যমগ্ৰাম পৌরসভার চেয়ারম্যান রথীন ঘোষ ও চার নম্বর ওয়ার্ড কো- অর্ডিনেটর মমতা রায় সেনের নেতৃত্বে এই পদযাত্রায় তৃণমূল কংগ্রেস কর্মী ছাড়াও অসংখ্য সাধারণ মানুষ অংশ নেয়।
মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দশ বছরের কর্মসূচির খতিয়ান ঘরে ঘরে পৌঁছে দিতেই এই যাত্রার আয়োজন করা হয়।
এই পদযাত্রায় অন্যদের সঙ্গে ছিলেন মধ্যমগ্ৰাম পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য নিমাই ঘোষ , অরবিন্দ মিত্র , মধ্যমগ্ৰাম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ব্যানার্জী , ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি দীপঙ্কর চ্যাটার্জী , ওয়ার্ড সচিব বাসব ঘোষ প্রমুখ।