বিজেপির জয় ব্যানার্জিও কী এবার তৃনমূলের পথে?

বিজেপির বিতর্কিত নেতা জয় বন্দ্যোপাধ্যায়ও এবার যোগ দিতে চলেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে, এমনটাই এখন শোনা যাচ্ছে রাজ্যের রাজনৈতিক মহলে। জানা যাচ্ছে সম্প্রতি তৃনমূলের শীর্ষ নেতা সুব্রত বক্সীর সঙ্গে এক বৈঠকে বসতে চলেছেন তথাকথিত বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়।

নিজের দলের বিরুদ্ধে আগেও একাধিকবার নিজের ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে বিজেপির বিতর্কীত নেতা জয় ব্যানার্জিকে। এমনকি বিধানসভা নির্বাচনের সময়েও এই নেতাকে খুব একটা সক্রিয় হতে দেখা যায়নি।

সেই সময় এই নেতার দলত্যাগ করার বিষয়টি নিয়েও রাজ্য রাজনীতিতে যথেষ্ট জল্পনা শুরু হয়েছিল। এবার সেই জল্পনাই সত্যি হতে চলেছে বলে মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল।

জানা যাচ্ছে, আগামী শনিবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে দেখা করতে চলেছেন এই বিতর্কীত বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই এই বিষয় নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।

Related posts

সপ্তমীতে স্বস্তি, তবে নবমী-দশমীতে ফের ভিজতে পারে পুজো

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?