সঙ্কটজনক সুরজিৎ সেনগুপ্ত আপাতত ভেন্টিলেশনে

প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তর অবস্থা যথেষ্ট সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। আপাতত তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। জানা গিয়েছে শুক্রবার রাত থেকেই তাঁর অবস্থার অবনতি হয়।

তাঁর শ্বাস যন্ত্রে সমস্যার কারণেই মূলত কষ্ট বেড়েছে বলে জানা গিয়েছে। আপাতত ভেন্টিলেশনের সাহায্যেই প্রাক্তন এই ফুটবলারের অক্সিজেনের মাত্রা বজায় রাখা হচ্ছে।

আরও জানা গিয়েছে ঘুমের ঘোরে অসংলগ্ন কথা বলছেন প্রাক্তন এই জাতীয় ফুটবলার। তাঁর শরীরে এনসেফ্যালোপ্যাথির লক্ষ্মণ দেখা যাচ্ছে। পাশাপাশি তাঁর রক্তচাপও এই মুহূর্তে স্বাভাবিক থাকছে না। আর তাই কৃত্রিম প্রক্রিয়ার সাহাজ্যে রক্তচাপ নিয়ন্ত্রণ করা চলছে।

বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসক অজয় কৃষ্ণ সরকারের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন দেশের প্রাক্তন ফুটবলার সুরজিৎ। এর পাশাপাশি তাঁর চিকিৎসার জন্য এক বিশেষ মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে বলেও জানান হয়েছে।

Related posts

‘কারা বৈধ, তালিকা আছে’, চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে জানাল এসএসসি

আজ রাজ্যের ৪ কেন্দ্রে ভোটগ্রহণ, জানুন বিস্তারিত

আজ কলকাতা-সহ রাজ্যের ১১টি জেলায় কালবৈশাখীর সতর্কতা