আজ ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, তমলুকে প্রশাসনিক সভা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীকী ছবি

কলকাতা: সোমবার জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে সরকারি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তিনি। সেখানেই নতুন প্রকল্পের শিলান্যাসের পাশাপাশি সরকারি পরিষেবাও বিতরণ করবেন মুখ্যমন্ত্রী।

তমলুকের নিমতৌড়ি প্রশাসনিক ভবন লাগোয়া ময়দানে সরকারি সভা করবেন মমতা। সূত্রের খবর, সেই সভা থেকে ১,৪৩৪ কোটি টাকা মূল্যের মোট ৪৯৩টি প্রকল্পের উদ্বোধন অথবা শিলান্যাস করবেন তিনি। এর মধ্যে রয়েছে ১০৬ কোটি টাকা ব্যয়ে তমলুকের বুকে প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্প। ২০২৬ সালের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য ধার্য করা হয়েছে।

সোমবার সভা শেষ করে মমতা যাবেন মেদিনীপুর। সেখানেই রাতে থাকবেন। মঙ্গলবার মেদিনীপুর জেলায় সরকারি কর্মসূচিতে অংশ নেবেন তিনি। মঙ্গলবার বিকেলে তাঁর কলকাতায় ফিরে আসার কথা।

রাজনৈতিক মহলের মতে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা বলেই পরিচিত পূর্ব মেদিনীপুর। তাই লোকসভা ভোটেও শাসকদলের বিশেষ নজরে রয়েছে এই জেলার দু’টি লোকসভা কেন্দ্র। ইতিমধ্যে কাঁথি লোকসভা কেন্দ্রে বিরোধী দলনেতার ভাই সৌমেন্দু অধিকারীকে নিজেদের প্রার্থী হিসাবে ঘোষণা করেছে বিজেপি। তারপরেই সেখানে যাচ্ছেন মমতা।

Related posts

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের