প্রথম পাতা খবর ‘‌ইয়াস’ মোকাবিলা কেন্দ্রের আর্থিক বৈষম্যের শিকার বাংলা, দাবি মুখ্যমন্ত্রীর

‘‌ইয়াস’ মোকাবিলা কেন্দ্রের আর্থিক বৈষম্যের শিকার বাংলা, দাবি মুখ্যমন্ত্রীর

170 views
A+A-
Reset

ডেস্ক: ঘূর্ণিঝড় ‘‌ইয়াস’ মোকাবিলার প্রস্তুতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন। ঘূর্ণিঝড় মোকাবিলায় অন্ধ্রপ্রদেশ, ওডিশা-সহ বাংলাকে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তবে অন্ধ্র, ওডিশাকে ৬০০ কোটি টাকা করে সাহায্যের ঘোষণা হলেও বাংলাকে ৪০০ কোটি টাকা দিচ্ছে কেন্দ্র। এপ্রসঙ্গে এদিন কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


মমতা বলেন, “আজ অমিত শাহ বৈঠক করেছেন। সাহায্য করবেন বলেছেন। রাজ্য তার প্রাপ্য টাকাই পাবে। তবে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশকে ৬০০ কোটি টাকা করে দিচ্ছেন। বাংলাকে ৪০০ কোটি টাকা দিচ্ছেন।”


এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “বাংলা এত বড় রাজ্য। তাহলে বাংলাকে কেন ৪০০ কোটি টাকা দেওয়া হচ্ছে? আমরাই কেন বঞ্চিত হচ্ছি? আমাদের জনঘনত্ব এবং জেলাও অনেক বেশি। তা সত্ত্বেও বার বার কেন বঞ্চিত আমরাআমফানে পেলাম না। বুলবুলে পেলাম না। বাংলা তো বড় জেলা। “


মমতা জানান, ওড়িশা বা অন্ধ্রপ্রদেশ তাদের প্রাপ্য টাকা পাচ্ছে, এ নিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই। কিন্তু বার বার বাংলাকেই কেন বঞ্চিত হতে হবে। কেন এই বৈষম্য, প্রশ্ন তুলেছেন মমতা। অমিত শাহ জানিয়েছেন, সমস্ত কিছু বৈজ্ঞানিক ভাবে ঠিক হয়েছে। মমতার কথায়, “আমি আর কিছু বলিনি। আমি রাষ্ট্রবিজ্ঞান ভালো বুঝি। কিন্তু বিজ্ঞান কম বুঝি!”
২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খোলা থাকছে এবং প্রতিনিয়ত পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে সেদিকে নজর রাখা হচ্ছে বলে জানান তিনি।


উল্লেখ্য, গতি বাড়িয়ে আগেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ইয়াস। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ইতিমধ্যেই পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। ধেয়ে আসছে বাংলা-ওড়িশা উপকূলের দিকে। বুধবার দুপুরের পরই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। 

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.