প্রথম পাতা খবর আচমকা শারীরিক অবস্থার অবনতি হাসপাতালে ভর্তি করা হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে

আচমকা শারীরিক অবস্থার অবনতি হাসপাতালে ভর্তি করা হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে

160 views
A+A-
Reset

কলকাতা: সোমবার রাতে হঠাৎই শরীর খারাপ হয়ে যায় করোনা আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের৷  আর তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলবার সকালেই৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। 

সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের অক্সিজেন লেভেল কমে যায়। অক্সিজেন লেভেল ৮০-৮১ তে নেমে যায়। এরপর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আর বাড়িতে না রেখে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন চিকিত্‍সকরা। দিন কয়েক আগেই করোনায় আক্রান্ত হন  প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল।


তাঁকে ভর্তি করা হচ্ছে কৌশিক চক্রবর্তীর তত্ত্বাবধানে৷ দুপুর ১২টায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে  প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভর্তি করা হয়। সূত্রের খবর, আইসিইউ-তে রেখে বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসা চলবে। তাঁর ফুসফুসে সংক্রমণ রয়েছে৷ তাই আরও কোনওরকম ঝুঁকি নেননি চিকিৎসকরা৷ এমনিতেই করোনা ভাইরাস সংক্রমিতদের ফুসফুসে আক্রমণ করে৷ তারমধ্যে তাঁর সিওপিডি-র সমস্যা রয়েছে৷ ফলতঃ পরিস্থিতি খারাপ হচ্ছে৷

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.