প্রথম পাতা খবর বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় বিরাট কোহলির বিরুদ্ধে থানায় অভিযোগ

বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় বিরাট কোহলির বিরুদ্ধে থানায় অভিযোগ

93 views
A+A-
Reset

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল ট্রফি জয়ের উদ্‌যাপনে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু ও বহু আহত হওয়ার ঘটনার রেশ এখনো কাটেনি। ইতিমধ্যেই এই ঘটনায় বেঙ্গালুরু পুলিশ কমিশনার বি দয়ানন্দ সহ একাধিক শীর্ষ পুলিশকর্তাকে সাসপেন্ড করা হয়েছে। এবার সেই ঘটনার জেরে জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলির বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার কর্নাটকের শিবমোগ্গা জেলার বাসিন্দা সমাজকর্মী এইচএম ভেঙ্কটেশ বেঙ্গালুরুর কাব্বন পার্ক থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে তিনি দাবি করেছেন, বিশৃঙ্খল ভিড় ও নিরাপত্তাহীনতার জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং এই পরিস্থিতির জন্য বিরাট কোহলিও দায়ী। তবে পুলিশ জানিয়েছে, এই অভিযোগের ভিত্তিতে এখনও কোনও এফআইআর দায়ের হয়নি। বিষয়টি পূর্বে দায়ের হওয়া মামলার সঙ্গে সংযুক্ত করে তদন্ত চলছে।

১৮ বছর পর প্রথমবারের জন্য আইপিএল ট্রফি জেতার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এই উদ্‌যাপনে হাজির ছিলেন বিরাট কোহলি সহ গোটা দল। স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ৩৫ হাজার হলেও সেই দিন কয়েক লক্ষ সমর্থক জমায়েত করেছিলেন কিং কোহলিকে একঝলক দেখতে। যদিও বিপুল জনসমাগম সামাল দিতে নিরাপত্তা বাহিনীর প্রায় পাঁচ হাজার কর্মী উপস্থিত থাকলেও, তা যথেষ্ট ছিল না। ফলস্বরূপ ঘটে যায় মর্মান্তিক পদপিষ্টের ঘটনা।

ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের বিচারবিভাগীয় কমিশন গঠনের পাশাপাশি এখন প্রশ্ন উঠছে, এত বড় জনসমাগমের পরিকল্পনায় কারা কারা জড়িত ছিলেন এবং কীভাবে অনুমতি মিলেছিল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.