কলকাতায় শিশু বিক্রির ঘটনায় গ্রেফতার আরও ২

আইভিএফ সেন্টারের আড়ালে শিশু বিক্রি! গ্রেফতার আরও ২জন। বেনিয়াপুকুরের এক ডায়াগনস্টিক সেন্টারের কর্মী গ্রেফতার।
ধৃতদের জেরা করে বেনিয়াপুকুর, নোনাডাঙার দু’জনের হদিশ পায় পুলিশ। নিঃসন্তান দম্পতির সঙ্গে আইভিএফ সেন্টারের মধ্যে মধ্যস্থতার সন্দেহে গ্রেফতার করা হয় ওই দুইজনকে।

সোমবার রাতে ২১ দিনের ওই কন্যাসন্তানকে বিক্রির অভিযোগ ওঠে মা রূপালি মণ্ডলের বিরুদ্ধে। মঙ্গলবার কলকাতার আনন্দপুরের নোনাডাঙা রেল কলোনি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ চার লক্ষ টাকার বিনিময়ে কন্যাসন্তানকে বিক্রি করে দেন অভিযুক্ত মা।

রূপালিকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই পাটুলি এলাকা থেকে রূপা দাস নামে আরও এক মহিলাকে গ্রেফতার করা হয়। এর পর একে একে কলকাতার বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয় স্বপ্না সর্দার, পূর্ণিমা কুণ্ডু এবং লালতি দে নামে তিন মহিলাকে। লালতির সূত্র ধরে বেহালার পর্ণশ্রী এলাকা থেকে কল্যাণী গুহকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধেই ২১ দিনের কন্যাসন্তানকে কেনার অভিযোগ।

এ বার গ্রেফতার করা হল কলকাতার বেনিয়াপুকুর এলাকার এক ডায়গনস্টিক সেন্টারের কর্মীকে। তাঁর বাড়ি মুর্শিদাবাদে। এ ছাড়াও নোনাডাঙা এলাকা থেকে মমতা পাত্র নামে আরও এক মহিলাকে এই শিশু কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

Related posts

মমতা-অভিষেককে গাড়ির ধাক্কায় খুনের হুমকি দিয়ে পোস্টার, জোর চাঞ্চল্য

আজ ঝাড়গ্রাম ও ঘাটালে নির্বাচনী জনসভা, খড়্গপুরে রোড-শো মমতার

রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবি, রাজভবন ঘেরাও তৃণমূল শিক্ষা সেলের